ফেরেশতাগণ যাদের জন্য দোয়া করেন-প্রফেসর ড. ফজলে ইলাহী
ফিরিশতাগণ আল্লাহর অনেক প্রিয় বান্দাদের জন্য দু্আ করেন। আবার অনেক অপ্রিয় বান্দাদের জন্য লানত (অভিশাপ) করেন। এর দ্বারা আল্লাহর কাছে প্রিয় ও অপ্রিয় আমল (কাজ) এর বিবরণ পাওয়া যায়। যেসব কাছে তারা দু’আ করেন আমাদের উচিত সেসব আমলের দিকে দ্রুত ধাবিত হওয়া। আর যেসব কাজে তারা অভিশাপ দেন তা থেকে বিরত থাকা। এই গুরুত্বপূর্ণ বিষয়ে সুন্দরভাবে আলোচিত হয়েছে প্রফেসর ড: ফযলে ইলাহী রচিত “ফেরেশতারা যাদের জন্য দুআ করেন” বইটিতে। বইটি প্রকাশ করেছে “পিস পাবলিকেশন”। বইটিতে বিষয় দুটি সুন্দরভাবে আলোচ্য সূচী আকারে প্রকাশ করা হয়েছে। এতে পড়তে বা বুঝতে সুবিধা হয়। বইটি স্ক্যান করেছে আমার বই ডট অরগ। আমরা ইন্টারেকটিভ লিংক যুক্ত করেছি। যিনি আমাদের সাহায্য করেছেন আল্লাহ তাঁকে কবুল করুন।
বইটির মূল আলোচ্য বিষয় দুটি। যথা:
ফেরেশতারা যাদের জন্য দু’আ করেন
এবং
ফেরেশতারা যাদের জন্য অভিশাপ দেন ।
যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন তাদের মধ্যে অন্যতম হলো:
অজু অবস্থায় ঘুমানো ব্যক্তিগণ
নামাযের জন্য মসজিদে অবস্থানকারীগণ
প্রথম কাতারের নামাযী
ডান পাশের মুসল্লি
কাতারে মিলিত হয়ে দাড়ানো ব্যক্তিগণ
নামাযান্তে বসে থাকা ব্যক্তিগণ
কুরআন খতমাকারী
জামাআতের সাথে ফজর ও আসর আদায়কারী
নবী (সা)-এর উপর দরুদ পাঠকারী
কল্যাণের পথে ব্যয়কারী
সাহরী ভক্ষণকারী রোযাদার
মৃত ব্যক্তি ও রোগীর নিকট উত্তম কথা যারা বলে
তাওবাকারী, সৎকর্মশীল আত্মীয়গণ প্রভৃতি
যাদের জন্য ফেরেশতাগণ অভিশাপ দেন :
নামাযের জন্য মসজিদে অবস্থানকারীগণ
প্রথম কাতারের নামাযী
ডান পাশের মুসল্লি
কাতারে মিলিত হয়ে দাড়ানো ব্যক্তিগণ
নামাযান্তে বসে থাকা ব্যক্তিগণ
কুরআন খতমাকারী
জামাআতের সাথে ফজর ও আসর আদায়কারী
নবী (সা)-এর উপর দরুদ পাঠকারী
কল্যাণের পথে ব্যয়কারী
সাহরী ভক্ষণকারী রোযাদার
মৃত ব্যক্তি ও রোগীর নিকট উত্তম কথা যারা বলে
তাওবাকারী, সৎকর্মশীল আত্মীয়গণ প্রভৃতি
যাদের জন্য ফেরেশতাগণ অভিশাপ দেন :
সাহাবাগণের বিরুদ্ধে খারাপ মন্তব্যকারীগণ
মদীনাতে বিদআতকারীগণ
বিদআতকারীকে আশ্রয়দানকারী
মদীনাবাসীর উপর অত্যাচারকারী
পিতা বা মাতাকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধকারী
মুসলিমদের সাথে অঙ্গীকার ও সন্ধিভংগকারী
সৎ পথে দান-খয়রাত তেকে বাধা দানকারীগণ
মুসলিমদের অস্ত্র প্রদর্শকারী
ইসলামী দন্ডবিধি প্রয়োগে বাধা দানকারীগণ
কাফের অবস্থায় মৃত্যুবরণকারীগণ
স্বামীর বিছানা থেকে দুরে অবস্থানকারী মহিলাগণ প্রভৃতি।
আল্লাহ আমাদের প্রথমোক্ত কাজগুলো করার এবং শেষোক্ত কাজগুলো থেকে বিরত থাকার তাওফিক দিন।
মদীনাতে বিদআতকারীগণ
বিদআতকারীকে আশ্রয়দানকারী
মদীনাবাসীর উপর অত্যাচারকারী
পিতা বা মাতাকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধকারী
মুসলিমদের সাথে অঙ্গীকার ও সন্ধিভংগকারী
সৎ পথে দান-খয়রাত তেকে বাধা দানকারীগণ
মুসলিমদের অস্ত্র প্রদর্শকারী
ইসলামী দন্ডবিধি প্রয়োগে বাধা দানকারীগণ
কাফের অবস্থায় মৃত্যুবরণকারীগণ
স্বামীর বিছানা থেকে দুরে অবস্থানকারী মহিলাগণ প্রভৃতি।
আল্লাহ আমাদের প্রথমোক্ত কাজগুলো করার এবং শেষোক্ত কাজগুলো থেকে বিরত থাকার তাওফিক দিন।
এক নজরে বইটি :
ফেরেশতাগণ যাদের জন্য দোয়া করেন
রচনায়: প্রফেসর ড. ফজলে ইলাহী
প্রকাশনায়: পিস পাবলিকেশন
পৃষ্ঠা: ৯৫
সাইজ: ২.৫ মেগাবাইট
0 Response to "ফেরেশতাগণ যাদের জন্য দোয়া করেন-প্রফেসর ড. ফজলে ইলাহী"